অন্তত এক মাস ধরে লক্ষাধিক গেমারের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত রেখেছিলো গেমিং হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রেজর। এরফলে লেনদেন ব্যবস্থার মতো সংবেদনশীল ডেটা ফাঁস না হলেও অন্যান্য ডেটাগুলো দিয়ে ফিশিং অ্যাটাকের মতো সাইবার হামলার শঙ্কা থেকেই যাচ্ছে।
রেজরের ডিজিটাল স্টোরের সার্ভার ভুলভাবে কনফিগার করার কারণে ১৮ অগাস্ট থেকে রেজর ওয়েবসাইটে গ্রাহকের ডেটা উন্মুক্ত হয়ে যায় বলে জানিয়েছেন নিরাপত্তা গবেষক ভলোদিমির দিয়াচেনকো।
I must say I really enjoyed my conversations with different reps of @Razer support team via email for the last couple of week, but it did not bring us closer to securing the data breach in their systems. pic.twitter.com/Z6YZ5wvejl
— Bob Diachenko (@MayhemDayOne) September 1, 2020
প্রযুক্তি বিষয়ক পোর্টাল ভার্জকে তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানের ডিজিটাল স্টোরে আসা গ্রাহকের অর্ডারের রেকর্ডগুলো উন্মুক্ত হয়েছে ভুল কনফিগারেশনের কারণে। এই রেকর্ডগুলোর মধ্যে ইমেইল এবং পণ্য সরবরাহের ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য রয়েছে।
তবে, ক্রেডিট কার্ডের তথ্য নেই বলে ডিয়াচেনকোকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে রেজর কর্তৃপক্ষ।
ভুল কনফিগারেশনের বিষয়টি অনলাইনে বের করার পর তিন সপ্তাহে বেশ কয়েকবার রেজরের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, লেনদেন ব্যবস্থার মতো “অন্য কোনো সংবেদনশীল ডেটা” ফাঁস হয়নি এবং ৯ সেপ্টেম্বর ভুল কনফিগারেশনটি ঠিক করা হয়েছে।