স্পেস কলাইডার ও ডিফেন্ড দ্যা আর্থ এর পর গুগল প্লে-তে প্রকাশ পেয়েছে রিপ্লিস বিলিভ ইট অর নট খ্যাত বিশ্বের সবচেয়ে কমবয়সী কম্পিউটার প্রোগ্রামার ওয়াসিক ফারহান রূপকথার নতুন গেম এলিয়েন ব্যাটেলস।
অ্যাকশন ও আর্কেড ঘরনার এই টপ ডাউন স্পেস শ্যুটার গেমটির রয়েছে ১০টি ধাপ। গেমটিতে মহাকাশে ঘাঁটি স্থাপন করা এলিয়েনদের ডেরাকে উড়িয়ে দিতেই খেলোয়াড়কে তার ছোট্ট বিমান নিয়ে এগিয়ে যেতে হয় ধাপে ধাপে। শেষ ধাপে লড়াই করতে হয় এলিয়েন বসের সঙ্গে। তাকে পর্যুদস্ত করেই পাইলট পৃথিবীবাসিকে রক্ষা করে এলিয়েনের হামলা থেকে।
গেমটি ডাউনলোড ঠিকানা –https://play.google.com/store/apps/details?id=com.roopkothastudio.alienbattles
অ্যান্ড্রয়েড প্লাটফর্মের যে কোনো মোবাইলেই খেলা যায় গেমটি। গেমটি ডাউনলোড করা মাত্রই খেলোয়াড় এর শব্দ দ্যোতনায় মহাকাশ যুদ্ধের বার্তা পাবেন।
প্লে গেমে গিয়ে তালাবন্ধ একেকটি ধাপ জয় করে, তবেই পরবর্তী ধাপে যেতে পারবেন। আর যুদ্ধকালীন সময়ে সংগৃহিত পয়েন্ট দিয়ে প্লেনের গতি ও ক্ষমতা বাড়াতে পারবেন। পয়েন্ট ব্যবহার করে আহত যোদ্ধার চিকিৎসা করা, নতুন বিমানও কিনতে পারবেন।