গত সপ্তাহের প্রথম দিকে ব্লিজার্ডের নতুন গেমের তথ্য ফাঁস হয়। এবার অফিশিয়ালি গেমটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ব্লিজকনে ‘ওভারওয়াচ ২’ নামের গেমটি উন্মোচন করা হয়েছে। একইসাথে এর গেমপ্লেও তুলে ধরা হয়েছে। খবর এনগ্যাজেট।
আগের সংস্করণটিতে ৫০ মিলিয়নের অধিক খেলোয়াড় রয়েছে। নতুন গেম উন্মোচন করলেও আগের গেমটি থেকে এই বৃহৎসংখ্যক খেলোয়াড়কে সরাতে চায় না ব্লিজার্ড। তাই আগের গেমের সকল অগ্রগতি যেমন অ্যাচিভমেন্টস, আনলকড কসমেটিক্স এবং ইমোটসে নতুন গেমে আনা হবে।
এছাড়া নতুন গেমের ব্যবহারকারীরা আগের সংস্করণের ম্যাপ ও হিরোদের অ্যাক্সেস পাবে। সবচেয়ে মজার বিষয় হলো ওভারওয়াচ এবং ওয়ারওয়াচ ২ গেমের খেলোয়াড়রা একে অন্যের সাথে মিলে টিম গঠন করতে পারবে।
পিসি, পিএস৪, এক্সবক্স ওয়ান এবং নিনটেন্ডো সুইচে গেমটি প্রকাশ করার কথা জানালেও ঠিক কবে গেমটি প্রকাশ করা হবে সেটি জানায়নি ব্লিজার্ড। এরআগে ওভারওয়াচ গেমের আরেকটি আপডেট প্রকাশ করতে চায় প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি