রোবলক্স তাদের প্ল্যাটফর্মে পেইড ভিডিওগেম চালু করবে এবং ডেভেলপারদের তাদের তৈরি গেমের মাধ্যমে ফিজিক্যাল পণ্য বিক্রির সুযোগ দেবে। খবর রয়টার্স।
ভিডিও গেমিং কোম্পানিটি তাদের ডেভেলপার সম্মেলনে বলেছে, ডেভেলপাররা তাদের গেমের জন্য অর্থ নির্ধারণ করতে পারবে এবং বাস্তব মুদ্রায় সেটি লেনদেন করা যাবে। গেমের দামের উপর ভিত্তি করে রোবলক্স ডেভেলপারদেরকে সর্বোচ্চ ৭০ শতাংশ শেয়ার দেবে।
চলতি বছরের শেষ দিকে ডেস্কটপে পেইড গেমের নতুন সুবিধাটি চালু হবে। এবং ধীরে ধীরে সকল ডিভাইসে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রোবলক্স।
উল্লেখ্য, গত ১২ মাসে রোবলক্স ক্রিয়েটরদের ৮০০ মিলিয়নের অধিক রেভিনিউ শেয়ার করেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি