মোবাইলে গেম খেলার প্রবণতা চীনে চলতি বছর উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জেডিনেট একটি জরিপের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির অর্ধেক মানুষ প্রতিদিন শুধু গেম খেলে অনেক সময় ব্যয় করেন।
সাধারণ মানুষের এমন প্রবণতার কারণে মোবাইল গেম ডেভেলপারদের আয়ও বেড়েছে। গত এক বছরে মোট আয় বেড়েছে ১২.৯ শতাংশ।
২০১৯ সালের জুন পর্যন্ত চীনের ৬৯১ মিলিয়ন মানুষ মোবাইল গেম খেলেছেন। গত ডিসেম্বরে এই সংখ্যা ছিল ৬২১ মিলিয়ন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই সংখ্যা আরও বেশি ছিল।
চীনের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৩২০টি মোবাইল গেম আছে।
জরিপে দেখা গেছে মোবাইল গেম প্লেয়ারদের মধ্যে দুই-তৃতীয়াংশের বয়স ১৯ থেকে ৩৫ বছর। এই বছরে নারী খেলোয়াড়দের সংখ্যাও বেড়েছে। মোট খেলোয়াড়ের ৪৭ শতাংশ নারী।
গত জুনে একজন প্লেয়ার গড়ে সাড়ে ১৮ ঘণ্টা ব্যয় করেছেন মোবাইল গেমে।
গত তিন বছর ধরে গেমিং মার্কেটে আয়ের দিক থেকে চীন শীর্ষস্থান ধরে রেখেছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র কয়েক মাসের মধ্যে দেশটিকে ছাড়িয়ে যাবে।