গেমিং ইতিহাসের সবচেয়ে বড় অধিগ্রহণ এবং প্রযুক্তি খাতের অন্যতম বড় অধিগ্রহণ রচিত হলো। চুক্তি ঘোষণার একুশ মাস পরে, মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে অ্যাক্টিভিশন ব্লিজার্ডকে ৬৮.৭ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, যা কোম্পানির ইতিহাসেও সবচেয়ে বড় অধিগ্রহণ। খবর রয়টার্স।
মাইক্রোসফট গেমিংয়ের প্রধান নির্বাহী ফিল স্পেন্সার অ্যাক্টিভিশনের প্রধান নির্বাহী ববি কোটিককে চলতি বছরের শেষ নাগাদ দায়িত্ব পালন করে যাওয়ার কথা জানিয়েছেন। এরপর তিনি কোম্পানি ছেড়ে যেতে পারবেন।
যুক্তরাজ্যের কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ) প্রাথমিকভাবে এপ্রিল মাসে চুক্তিটি আটকে দেয়। ক্লাউড গেমিং খাতে এই একীভূতকরণের কী প্রভাব পড়বে সেটি নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সাথে সফটওয়্যার জায়ান্টটিকে লড়তে হয়েছে। অবশেষে মাইক্রোসফটেরই জয় হলো।
যদিও এই লড়াইয়ে জয়ী হতে ইউকের নিয়ন্ত্রক সংস্থার শর্ত মেনে নিতে হয়েছে। অ্যাক্টিভিশন ব্লিজার্ডের সকল টাইটেল ইউবিসফটের সাথে বিক্রি করতে সম্মত হয়েছে মাইক্রোসফট। এর ফলে অ্যাক্টিভিশন ব্লিজার্ডের গেমগুলো শুধুমাত্র এক্সবক্স গেম পাস নয়, ইউবিসফটপ্লাসেও পাওয়া যাবে। এমনকি ইউবিসফট যেসব প্ল্যাটফর্মের সাথে কাজ করতে আগ্রহী সেসব প্ল্যাটফর্মেও গেমগুলো পাওয়া যাবে।
মাইক্রোসফট ইতিমধ্যে নিনটেন্ডো ও বেশ কয়েকটি ক্লাউড গেমিং কোম্পানির সাথে ১০ বছরের চুক্তি করেছে, যাতে অ্যাক্টিভিশনের টাইটেলগুলো তাদের প্ল্যাটফর্মেও পাওয়া যায়। এই পদক্ষেপগুলো ইউরোপীয় ইউনিয়নকে একীভূতকরণের জন্য সবুজ সংকেত দিতে সাহায্য করেছে।
ডিবিটেক/বিএমটি