নিনটেন্ডোর সুইচ লাইট এতোই ছোট যে পকেটেও ঠিকভাবে জুড়ে যায় না, কিন্তু যখন ব্যাগে রাখা হয় তখন নিশ্চয় এই নিরাপত্তার জন্য একটি কেইস লাগানোর কথা ভাবতে হবে। অনেক সুইচ কেইস থাকলেও সুইচ লাইটের কেইস বাজারে পাওয়া যায় না বললেই চলে। তবে সুইচ লাইট ব্যবহারকারীদের জন্য সুখবর এনেছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।
আর সুখবরটি হলো সুইচ লাইটের জন্য ফ্লিপ কাভারসহ হ্যান্ডি স্ন্যাপ-অন কেইস এনেছে নিনটেন্ডো। প্রাথমিকভাবে জাপানে নিনটেন্ডোর অনলাইন স্টোরে ৩৫ ডলারে পাওয়া যাচ্ছে এই কেইস।
কেইসটিতে জয়স্টিক ব্যবহারের জন্য জোড়া বাম্প আছে। তবে যারা ভিন্ন ভিন্ন রঙ ভালোবাসেন তাদের জন্য ততোটা সুখকর নয় খবরটি, কারণ এটি শুধুমাত্র ধূষর রঙে পাওয়া যাবে।
জাপানের বাইরের বাজারে কেইসটি কবে থেকে পাওয়া যাবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি নিনটেন্ডো।
ডিবিটেক/বিএমটি