এখন থেকে ২জিবি’র কম র্যামে খেলা যাবে প্লেয়ার আননোন’স ব্যাটেল গেম পাবজি। এজন্য ‘পাবজি মোবাইল লাইট’ সংস্করণ প্রকাশ করেছে চীনা গেমিং জায়ান্ট টেনসেন্ট ও পাবজি গ্রুপ।
নিম্ন কনফিগারেশনের স্মার্টফোনে সাপোর্ট না করায় দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চলের মানুষ চরম জনপ্রিয়তা সত্বেও পাবজি গেম খেলতে পারতেন না। আপাতত তাদের জন্যই এই নতুন সংস্করণ চালু করা হয়েছে।
পাবজি লাইট সংস্করণের গেমটি খেলতে স্মার্টফোনে প্রয়োজন হবে মাত্র ৪৯০ মেগাবাইট জায়গা।
অবশ্য এটাই কিন্তু কম ধারণক্ষমতার পাবজি গেমের প্রথম সংস্করণ নয়। জানুয়ারিতে পাবজি লাইটের পরীক্ষা শুরু করেছিলো পাবজি করপোরেশন। এই পরীক্ষাটি চালানো হয় থাইল্যান্ডে। এবং তখন থেকেই এই পরীক্ষাটির এলাকা বাড়তে থাকে। পরীক্ষণের আওতায় চলে আসে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকা।
পাবজি গেমটি মুক্তি পায় ২০১৭ সালের ২৩ মার্চ। গত বছর এই এপিক গেমটি আয় করে ২.৪ বিলিয়ন ডলার।