বিহোল্ড। হলিউড পরিচালক রিডলি স্কটের শর্টফিল্ম। এখনো প্রকাশ হয়নি। তবে আলোচনায় এসেছে এই স্বল্পর্দ্ঘৈ চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে স্যামসাংয়ের ফ্লাগশিপ ফোন গ্যালাক্সি এস২৩ আল্ট্রাতে। এর পাশাপাশি ফোনটি বাংলাদেশের নজর কেড়েছে নিজেদের ফোন হিসেবে। কেননা, এমন সাড়া জাগানো ফ্লাগশিপ হ্যান্ডসেটও সংযোজিত হচ্ছে দেশের মাটিতে। সেই সুবাদে ফোনটির প্রি-বুকিংয়ে দেয়া হচ্ছে প্রায় অর্ধেক দামে দ্বিগুণ সুবিধা।
নিজেদের ফ্ল্যাগশিপ শো-রুমে স্মার্টফোনটির ‘ফার্স্ট ইম্প্রেশন’ অনুষ্ঠানে এমনটাই জানালেন স্যামসাং এর এমএক্স বিজনেস বিভাগের প্রশিক্ষণ শাখার প্রধান মোহাম্মাদ শাহরিয়ার বললেন, ২০ হাজার টাকা দিয়ে আজ বুধবার থেকেই স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা অগ্রিম বুকিং দিতে পারবেন আগ্রহীরা। ডিভাইসটির ২৫৬জিবি ভার্সনটির বাজারমূল্য ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ টাকা করা হলেও গ্রাহকরা এই মূল্যে ৫১২জিবি ভার্সন কিনতে পারবেন! তবে এই সুযোগটা থাকবে স্টকা থাকা সময়ের মধ্যে।
দুপুরে গণমাধ্যম কর্মীদের সামনে শারিয়ার তুলে ধরলেন ফোনটির ২০০ মেগাপিক্সেল ক্যামেরার আদ্যোপান্ত। ঝাঁকুনী সহনশীলতা, ফোকাস এবং অন্ধকারের ছবিতেও ইনডেপথ রেজ্যুলেশন কীভাবে অক্ষুন্ন রাখে সে বিষয়টিও। একইসঙ্গে জানিয়ে দিলেন গ্যালাক্সি এস২৩ কেন আল্ট্রা?
উপস্থাপনা শেষে গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। জানিয়েছেন, কিভাবে নির্ণয় করা হয় এক্সচেঞ্জ অফারের ভ্যালু।
“স্যামসাং -এর স্মার্টফোন লাইন-আপে এক দুর্দান্ত সংযোজন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা। এ স্মার্টফোনের মাধ্যমে স্মার্টফোন খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে স্যামসাং। স্মার্টফোনটিতে রয়েছে আরও বেশি স্টোরেজ, যুগান্তকারী ক্যামেরা প্রযুক্তি এবং স্মার্টফোন ব্যবহারে অনন্য অভিজ্ঞতা নিশ্চিতে চমৎকার সব ফিচার। আমাদের প্রত্যাশা, ক্রেতারা অসাধারণ এ স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে এর উদ্ভাবনী ও চমকপ্রদ সব প্রযুক্তি ও ফিচার উপভোগ করবেন।- মো. মূয়ীদুর রহমান, হেড অব এমএক্স বিজনেস, স্যামসাং বাংলাদেশ”
প্রশ্নত্তোর শেষ হতেই ফোনটিতে তিন দিন ধরে ভিডিওগ্রাফির অভিজ্ঞতা তুলে ধরেন একজন পেশাদার চিত্রগ্রাহাক।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বজুড়ে বন্ধ থাকলেও দ্বিতীয় দেশ হিসেবে নতুন এই ফোনের সঙ্গে ক্রেতারা পাবেন ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ট্রাভেল অ্যাডাপ্টার। আর আগাম বুকিং দেওয়ার মাধ্যমে এক বছরের জন্য ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টে ক্রেতারা পাবেন ৫০ ভাগ ছাড়। ফলে ৩০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ের সুযোগ থাকছে। আর সব ধরনের ছাড় গ্রহণ করলে এই সুবিধা ছাড়িয়ে যাবে ৬০ হাজার টাকার বেশি। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেয়া যাবে আগাম বুকিং। আর হাতে পাওয়া যাবে ৫ মার্চ থেকে।
Your article helped me a lot, is there any more related content? Thanks!