স্মার্টফোনটির সঙ্গে আছে তিনটি ক্যামেরা। এগুলো প্রয়োজনে সামনে ও পেছনে ঘুরিয়ে ব্যবহার করা যায়। ফলে এই রেয়ার ক্যামেরা দিয়েও সেলফি তোলা যাবে অনায়াসে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশের বাজারে অবমুক্ত করা নতুন এ স্মার্টফোনের মডেলের নাম গ্যালাক্সি এ৮০।
নতুন ডিভাইস নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘রোমাঞ্চকর মুহূর্তকে ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে যারা ভালোবাসেন মূলত তাদের জন্য ফোনটি বাজারে নিয়ে আনা হয়েছে। ক্যামেরা, ডিজাইন এবং ফোনের পারফরম্যান্সে যুক্ত করা হয়েছে নতুন ও উদ্ভাবনী প্রযুক্তি যা এই প্রজন্মের ইচ্ছা পূরণ করার পাশাপাশি তাদেরকে দিবে নতুন অভিজ্ঞতা। আমি মনে করি এই ডিভাইসটি বছরের অন্যতম উদ্ভাবনী পণ্যগুলোর মধ্যে একটি এবং আশা করছি যে, ক্রেতারা নিঃসন্দেহে এটির ব্যবহার উপভোগ করবেন। ‘
স্মার্টফোনটির দাম ৭৭ হাজার ৪৯০ টাকা। তবে বিশেষ অফারে ফোনটি ৭৪ হাজার ৪৯০ টাকায় বিক্রি ও উপহারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও গ্যালাক্সি এ৮০ কেনার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক কিংবা লংকাবাংলা ফিন্যান্সের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেতারা সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত বিনা সুদে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রসঙ্গত, ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ইএমআই-এর সুবিধা অথবা ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া, অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয়ের ক্ষেত্রে বিনাসুদে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারবেন আগ্রহী ক্রেতারা। উপরন্তু, গ্রাহকরা দ্বিতীয় বছরের ওয়ারেন্টি প্যাকেজ কিনলে ‘নেভার মাইন্ড’ অফারে ৫০% ছাড় উপভোগ করতে পারবেন। সীমিত সময়ের অফারের আওতায় ডিভাইসটি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা বক্সের ভিতরে পাবেন একটি প্রিমিয়াম ব্যাক কভার।