একদিন আগেই সোমবার একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের ঘোষণা দিয়েছিলো রেডমি। সেই প্রতিশ্রুতি রক্ষা করে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসমৃদ্ধ স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে স্মার্টফোন নির্মাতা এই চীনা প্রতিষ্ঠানটি। আর এর মাধ্যমে রিয়েলমি ও স্যামসাং স্মার্টফোনের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বি হয়ে উঠলো তারা।
চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে প্রকাশিত টিজারে ৬৪ মেগাপিক্সেল’র রেডমি ফোনে কেমন ছবি ওঠে তার নমুনা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি নাদুস-নুদুস বিড়াল। ছবিতে বিড়ালের প্রতিটি লোম যেমন স্পষ্ট, তেমনি জুম করে বিড়ালটির চোখের মনিতে কি ভাসছে তাও দেখানো হয়েছে।
গত জুন থেকেই রেডমির ৬৪ মেগাপিক্সেলের ফোনটি নিয়ে জোর গুঞ্জন চলছে। টিজারে ছবির নমুনা প্রকাশ করে এই গুঞ্জনকে আরো উস্কে দিলেও ফোনটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি রেডমি।
প্রসঙ্গত, অপ্পোর সাবব্র্যান্ড রিয়েলমি অবশ্য জুনেই তাদের ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ছবি প্রকাশ করেছে।