প্রথমবারের মতো গেমিং স্মার্টফোনের জন্য ডেডিকেটেড চিপসেট আনছে মিডিয়াটেক। হেলিও জি৯০ নামের এই চিপসেটের টিজার প্রকাশ করেছে কোম্পানিটি। ফলে শিগগিরই বাজারে দেখা যাবে এই চিপসেটের নতুন স্মার্টফোন।
হেলিও পি৯০ এর উপর ভিত্তি করে নতুন সংস্করণ হবে জি৯০। আগের সংস্করণটিতে ডুয়াল কর্টেক্স-এ৭৫ কোর (২.২ গিগাহার্টজ) এবং ছয়টি এ৫৫ কোর (২.০ গিগাহার্টজ) ছিলো। হেলিও পি৭০ এর চেয়ে ১৫% ভালো পারফরমেন্স ছিলো পি৯০ চিপসেটে। ধারণা করা হচ্ছে গেমিং অভিজ্ঞতাকে উন্নত করতে এতে কিরিন চিপের মতো গেমিং মোড থাকবে।
বর্তমানে স্মার্টফোন ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো গেমিং স্মার্টফোনের দিকে নজর দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আসতে যাচ্ছে হেলিও জি৯০ এবং স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট। এখন দেখার পালা কেমনটা হবে নতুন চিপগুলো।
ডিবিটেক/বিএমটি