গত মাসে নাথিং ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন উন্মোচন করেছেন কার্ল পেই। নাথিং ফোন (১) মডেলের এই ফোন বর্তমানে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নাথিং ওএসে চলে, যা প্রায় অ্যান্ড্রয়েডের স্টক সংস্করণের কাছাকাছি। তবে যারা এবছরই ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৩ আপডেট পাওয়ার আশায় আছেন, তাদের জন্য দুঃসংবাদ এসেছে। খবর জিএসএম এরিনা।
খবরে বলা হয়, নাথিং ফোন (১) এ ২০২৩ সালের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে অ্যান্ড্রয়েড ১৩ আসবে। যদিও কোম্পানিটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নে নিয়মিত সফটওয়্যার আপডেট আনার ঘোষণা দিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, আমরা ফোন ১ এর ব্যবহারকারী অভিজ্ঞতা উন্নতকরণে নিয়মিত কাজ করছি। এটা নিশ্চিত করা হচ্ছে যে, অপারেটিং সিস্টেম আপডেট সাধারণ ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে। সেটি ২০২৩ সালের প্রথমার্ধে উন্মুক্ত হবে।
নার্থিং ফোন (১) এ পরবর্তী চার বছরের জন্য প্রতিমাসে নিরাপত্তা আপডেট ও তিন বছর অ্যান্ড্রয়েড আপডেট আনা হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস এসওসি। ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডির সাথেই আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ডিবিটেক/বিএমটি