ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা ওয়ানপ্লাস ছেড়ে শুরু করেছেন নিজের কোম্পানি নাথিং। ইতিমধ্যেই এই কোম্পানিটি একটি টিডব্লিউএস ইয়ারফোন বাজারে এনেছে। স্বচ্ছ ডিজাইনের সেই ইয়ারফোন উন্মোচনের পরেই বেশ জনপ্রিয়তা পায়। এর পরেই কোম্পানির প্রথম স্মার্টফোন সম্পর্কে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছিলো। যদিও আসি আসি করেও এখনও সেই স্মার্টফোনের দেখা মেলেনি।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে চলতি সপ্তাহে। ইতিমধ্যেই কোম্পানির প্রথম ফোন উন্মোচনের বিষয়টি সামনে এনেছে নাথিং। জানানো হয়েছে চলতি সপ্তাহেই এই স্মার্টফোন উন্মোচিত হবে। সম্প্রতি এক টুইটে নাথিং লিখেছে “এই সপ্তাহ”।
টেকড্রয়ডারে প্রকাশিত এক খবরে বলা হয়, নতুন এই ফোন হবে নাথিং ফোন (১)। এতে থাকতে পারে একটি ৬.৫৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লে ২৪০০*১০৮০ পিক্সেলস রেজ্যুলিউশন থাকবে। ডিসপ্লের চারপাশে থাকবে সরু বেজেল। জানা গেছে, এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। আর ফোনে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হবে, সেটি আগেই জানা গেছে।
ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহারের অভিজ্ঞতা মিলতে পারে। থাকবে নাথিং লঞ্চার।
ফোনটির পিছনে থাকতে পারে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। সঙ্গে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ব্যবহার হতে পারে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
নাথিং ফোন (১)-এ একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার হতে পারে। যদিও এই ফোনে কত ফাস্ট চার্জ থাকবে জানা যায়নি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও এই ফোনে থাকবে ইউএসবি-সি পোর্ট।
ডিবিটেক/বিএমটি