কিছুদিন আগে বিশ্বব্যাপী অপোর প্রথম ভাঁজযোগ্য ফ্ল্যাগশিপ ফোনের তথ্য ফাঁস হয়েছিলো। এবার হৈচৈ ফেলে দেয়া সেই ফোনটি আসছে বাংলাদেশের বাজারে। তবে ঠিক কবে এটি দেশের বাজারে অবমুক্ত হচ্ছে সেই দিন-ক্ষণটি নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া মোবাইল ও ট্যাব মেলায় থাকবে ফোনটি।
যদিও সম্প্রতি অপো ‘ও ফ্যান’ ফেস্টিভ্যালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড্যামন ইয়াং-এর হাতে ফোনটি দেখা গেছে। অনুষ্ঠানের এক ফাঁকে দেখা যায়, সহকর্মীর সংগে আলাপরত ড্যামন ইয়াং বাম হাতে সাদা রঙের ফোনটি ধরে আছেন। ফোনটি যে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ফাইন্ড এন এটা নিশ্চিত হওয়া গেছে।
স্যামসাং, হুয়াওয়ে, মটোরোলার পর ভাঁজযোগ্য বা ফোল্ডেবল ফোনটি বাজারে আনে অপো পাসপোর্ট আকারের। অপোর নতুন ফাইন্ড এন মোবাইলটিতে আছে ৭ দশমিক ১ ইঞ্চি ও ৫ দশমিক ৪৯ ইঞ্চির ডুয়াল ডিসপ্লে। ফোনটি আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ নিয়ে। এর প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এ ছাড়াও সঙ্গে দেওয়া হয়েছে একটি এলইডি ফ্ল্যাশ।
ফাইন্ড এন ফোনটিতে চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটির সঙ্গে থাকছে ৮/১২ জিবি র্যাম এবং ২৫৬/৫১২ জিবি ফোন স্টোরেজ।
ফাইভ-জি মোবাইলটিতে আছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া ফাস্ট চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ, ১৫ ওয়াটের ওয়্যারলেস ও ১০ ওয়াটের রিভার্স চার্জ সিস্টেম।