সম্প্রতি উন্মুক্ত হওয়া আইফোন ১৩ প্রো এর দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯৯ ডলার। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ফোন তৈরিতে অ্যাপলের খরচ কতো? সাম্প্রতিক এই বিশ্লেষণে এই প্রশ্নের উত্তর মিলেছে।
টেক ইনসাইটসের বরাত দিয়ে জিএসএম এরিনা জানিয়েছে, একটি ২৫৬ গিগাবাইট স্টোরেজের আইফোন ১৩ প্রে তৈরিতে ৫৭০ ডলার খরচ হয়েছে। এর খরচ আগের বছরের আইফোন ১২ প্রো এর দামের চেয়ে ৪ শতাংশ বেশি। গত বছর ২৫৬ গিগাবাইট স্টোরেজের ঐ ফোন তৈরিতে খরচ হয়েছিলো ৫৪৮ ডলার।
ফলে নতুন ফোনটির বাজার মূল্যের মাত্র ৫২ শতাংশ খরচ হয়েছে ফোনটি তৈরিতে। তবে মনে রাখতে হবে এই খরচের বাইরেও অন্যান্য খরচ যেমন গবেষণা ও উন্নয়ন, বিপণন এবং পরিবহন খরচ রয়েছে। সর্বোপরি অ্যাপল লভ্যাংশতো থাকবেই।
এবছর নতুন এ১৫ বায়োনিক চিপসেট, ন্যান্ড ফ্ল্যাশ মেমরি এবং ডিসপ্লে সাবসিস্টেম আইফোন তৈরির খরচ বৃদ্ধি করেছে। এছাড়া বিশ্বব্যাপী চলমান চিপ সঙ্কট নতুন আইফোনের বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়িয়ে দিয়েছে।
ডিবিটেক/বিএমটি