মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নিজেদের নতুন নোট ১০ প্রিবুকিং শুরু করলো স্মার্টফোন ব্র্যান্ড ‘ইনফিনিক্স’। বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে প্রিমিয়ার এই ডিভাইসটি পাওয়া যাবে বাজারে। এমনটাই জানিয়েছেন ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লুয়ি।
তিনি জানিয়েছেন, সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এই ডিভাইসটি ব্যবহার করে দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি বিনোদন উপভোগের ক্ষেত্রে অনন্য এক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ব্যবহারকারী। ‘নোট ১০’ সিরিজের এই স্মার্টফোনটি দামের তুলনায় অন্যান্য মোবাইলের চেয়ে ব্যবহার উপযোগী ও বৈচিত্র্যময় হওয়ায় এটিকে বাংলাদেশের বাজারে “গেম চেঞ্জার” হিসেবে বিবেচনা করছে ইনফিনিক্স। যেহেতু ব্র্যান্ডটির থিম “ফিউচার ইজ নাও”, তাই তরুণদেরকে তাদের চাওয়ার প্রতি আরো উদ্বুদ্ধ করার মাধ্যমে সেটি বাস্তবায়নে অনুপ্রাণিত করাই ইনফিনিক্সের লক্ষ্য।
নতুন স্মার্টফোনটিতে রয়েছে- মিডিয়াটেক গেমিং প্রসেসর হেলিও জি৮৫, ৬.৯৫” এফএইচডি+ সুপার-ফ্লুইড ডিসপ্লে, একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-নাইট ক্যামেরা এবং ডিটিএস সম্বলিত সিনেম্যাটিক ডুয়েল স্পিকার। এসব ফিচার তরুণদের কাছে ডিভাইসটিকে আরো কাঙিক্ষত স্মার্টফোনে পরিণত করবে।
মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসরে থাকছে ৬৪-বিট অক্টা-কোর প্রসেসর, যেটিতে রয়েছে ২.০ গিগাহার্টজের দুটি পারফরম্যান্স কোর এআরএম কর্টেক্স-এ৭৫ এবং ১.৮ গিগাহার্টজ ক্ষমতার ছয়টি পাওয়ার-ইফিসেন্ট কোর কর্টেক্স-এ৫৫ সিপিইউ। এটি দ্রুতগতির জিপিইউগুলোর মধ্যে অন্যতম, যার এআরএম এমএএলআই-জি৫২ এমসি২ জিপিইউ, ক্লকিং ১ গিগাহার্টজ। ইনফিনিক্স ‘নোট ১০’ স্মার্টফোনে রয়েছে ৬ জিবি র্যাম এবং প্রায় ১২৮ জিবি’র মেমোরি স্টোরেজ।
এই স্মার্টফোনের ৬.৯৫ ইঞ্চি এফএইচডি+সুপার-ফ্লুইড ডিসপ্লের অসাধারণ ব্রাইটনেস ব্যবহারকারীদেরকে প্রাণবন্ত দৃশ্য দেখার অনুভূতি প্রদান করবে। এছাড়া ডিভাইসটিতে ১৫০০:১ কালার কনট্রাস্ট রেশিও থাকায় ব্যবহারকারীরা নির্বিঘ্নেই স্পষ্ট ছবি ও চিত্তাকর্ষক ভিডিও উপভোগ করতে পারবেন।
‘নোট ১০’ এর অত্যাধুনিক ক্যামেরা দিয়ে দিনে-রাতে যেকোনো অবস্থার নৈসর্গিক ছবি তুলতে পারবেন ব্যবহারকারীরা, যা পেশাদার ও সৌখিন ফটোগ্রাফারদেরকে অনায়াসেই নিখুঁত ও মনোমুগ্ধকর ছবি তোলার সুবিধা দিবে। অধিকন্তু, ‘নোট ১০’ তার নিজস্ব উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তার ১৬ মেগাপিক্সেল বিউটি সেলফি ক্যামেরা এবং সামনের ফ্ল্যাশ ব্যবহার করে স্মার্ট সেলফি তুলতে পারে।
ভিডিও ধারণের ক্ষেত্রে ‘নোট ১০’ বেশ কিছু বাড়তি সুবিধা নিয়ে এসেছে। এই স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীরা সামনের ও পেছনে- উভয় ক্যামেরা দিয়েই ২কে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করতে পারবেন। আরো রয়েছে- অটো-ব্লার ভিডিও শ্যুটিং সুবিধাও, যা ব্যবহারকারীকে ঝামেলা ছাড়াই সহজ রেকর্ডিংয়ের সুবিধা প্রদান করবে।
ইনফিনিক্স ‘নোট ১০’ এক্সওএস ৭.৬ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চালিত। ব্যবহারকারীরা এই ফোনের মাধ্যমে নিত্যদিনের প্রয়োজনীয় কাজ- যেমন: এক্সনোট ৫.০ ব্যবহার করে নোট করা ও প্রতিদিনের ভাবনাগুলোও লিখে রাখতে পারবেন।