সোমবার সকালে এক টুইটের মাধ্যমে নতুন স্মার্টফোন উন্মোচনের ইঙ্গিত দিয়েছে রিয়েলমি। এরপরই ফোনটি সম্পর্কে বেশকিছু তথ্য প্রকাশ হয়েছে। রিয়েলমি ফ্ল্যাশ নামের এই ফোনটিতে থাকবে ব্র্যান্ডটির ম্যাগডার্ট ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং সুবিধা। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই প্রযুক্তির এটিই প্রথম কোনো স্মার্টফোন। খবর জিএসএম এরিনা।
অ্যাপলের ম্যাগসেফ টেকের মতোই রিয়েলমি ম্যাগডার্ট ডিভাইসের পিছনের লেগে থাকবে এবং ডিভাইসটিকে চার্জ করবে। তবে অ্যাপলের চেয়ে এক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে চীনা প্রতিষ্ঠানটি। ম্যাগডার্টকে ঠান্ডা রাখতে এতে একটি কুলিং ফ্যান যুক্ত করা হয়েছে।
জানা গেছে, এই চার্জিং প্রযুক্তি ১৫ ওয়াটের অধিক চার্জিং স্পিড অতিক্রম করবে। ফলে উন্মোচনের পরেই এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি হবে।
এছাড়া চার্জারটিতে ইউএসবি-সি সংযোগও থাকবে। অপরদিকে রিয়েলমি ফ্ল্যাশ ফোনের ডিসপ্লের উপরের দিকে বামপাশে ক্যামেরার জন্য পাঞ্চহোল কাটআউট থাকছে। পিছনে থাকছে তিনটি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ও রিয়েলমি ইউআই ২.০ নিয়ে ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এছাড়া থাকছে ১২ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ।
ডিবিটেক/বিএমটি