সম্প্রতি ‘জেড রোল’ নামে একটি ট্রেডমার্ক করেছে স্যামসাং, যার মাধ্যমে ধারণা করা হয় যে বর্ধনযোগ্য ডিসপ্লের নতুন ডিভাইস নিয়ে কাজ করছে স্যামসাং। এবার ‘জেড স্লাইড’ নামে আরেকটি ট্রেডমার্ক নিবন্ধন করেছে প্রতিষ্ঠানটি। ইউরোপিয়ান ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি অফিসে এই ট্রেডমার্ক নিবন্ধন করা হয়েছে। খবর জিএসএম এরিনা।
নতুন এই ট্রেডমার্কের মাধ্যমে স্যামসাং জেড সিরিজের আরেকটি ডিভাইস বাজারে আনার ইঙ্গিত দিয়েছে। এছাড়া ক্লাস ৯ তালিকাভুক্ত হওয়ায় একটি স্মার্টফোন, মোবাইল, টেলিকমিউনিকেশন যন্ত্র কিংবা ট্যাবলেট কম্পিউটার এর ইঙ্গিত দেয়।
জেড স্লাইড সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে লেটস গো ডিজিটালের মকআপ রেন্ডার থেকে জানা গেছে জেড স্লাইড হবে একটি স্মার্টফোন যাতে উল্লম্বভাবে ডিসপ্লে বাড়ানো যাবে। ধারণা করা হচ্ছে এটি জেড ফ্লিপের রোলেবল সংস্করণ হতে পারে।
আগামী আগস্টে স্যামসাং তাদের গ্যালাক্সি জেড ফোন্ড৩ এবং জেড ফ্লিপ২ অথবা ফ্লিপ৩ এর ঘোষণা দিতে পারে। তবে ২০২২ সালের আগে বর্ধনযোগ্য ডিসপ্লে নিয়ে ডিভাইস বাজারে আসার সম্ভাবনা নেই।
ডিবিটেক/বিএমটি