চলতি মাসে স্যামসাং সাশ্রয়ী দামে গ্যালাক্সি এ সিরিজ ডিভাইসের ঘোষণা দেয়। এরপর এইচএমডি তাদের নকিয়া ফোন উন্মুক্ত করে। এবার টিসিএল কয়েকটি নতুন মডেল উন্মোচনের মাধ্যমে তাদের ২০ সিরিজের স্মার্টফোনের তালিকা দীর্ঘ করলো।
উন্মোচিত হওয়া ফোনগুলোর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মডেলটি হলো টিসিএল ২০ প্রো ফাইভজি। ৫৪৯ ইউরো দামের এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৫০জি চিপসেট। এছাড়া রয়েছে ৬ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ।
টেলিভিশনের জন্য সুপরিচিত কোম্পানিটি ফোনটির ডিসপ্লেতেও বেশ নজর দিয়েছে। এর ৬.৬৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০:৯। রয়েছে ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫২ সেন্সর। ১৬ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
ফোনটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর সুপার ব্লুটুথ ফিচারের মাধ্যমে একসাথে চারটি ডিভাইসে অডিও প্লে করার সুযোগ রয়েছে। সারাদিন ব্যাকআপের জন্য রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি।
এছাড়া উন্মোচন করা অপর দুইটি মডেল হলো টিসিএল ২০এল প্রাস এবং ২০ এল।
ডিবিটেক/বিএমটি