আগামী মাসটি ওয়ানপ্লাসের জন্য একটি ব্যস্ততম মাস হতে যাচ্ছে। কারণ এই সময়ে কমপক্ষে চারটি নতুন ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে কোম্পানিটি।
জনপ্রিয় তথ্য ফাঁসকারী ইশান আগারওয়াল জানিয়েছেন, উন্মোচিত হতে যাওয়া স্মার্টফোনের মধ্যে রয়েছে কমদামি ৯আর, ৯ এবং ৯ প্রো। এছাড়া উন্মোচিত হবে পূর্বেই টিজার প্রকাশ করা স্মার্টওয়াচ।
এর আগে ৯আর মডেলটি ৯ই কিংবা ৯ লাইট হতে পারে বলে শোনা যাচ্ছিলো। এটি ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ এবং বাজেট স্মার্টফোন এর মধ্যবর্তী স্থান পূরণ করবে। র্যাম ও ব্যাটারিতে বেশ গুরুত্ব থাকবে এই ফোনে। থাকতে পারে ৮ জিবি র্যাম ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর ৯ ও ৯ প্রোতে থাকতে পারে ১২০ হার্টজ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপস এবং আপগ্রেডেড ক্যামেরা প্রযুক্তি।
ডিবিটেক/বিএমটি