এলজি আরও একবার তাদের মোবাইল ডিভিশনকে ঢেলে সাজাচ্ছে। রয়টার্স জানিয়েছে, এলজি আরও অধিক পরিমানে কমদামি ও মধ্যম মানের স্মার্টফোন আউটসোর্সিং করবে। অর্থাৎ তৃতীয় পক্ষের কোম্পানির তৈরি ফোন কিনে সেটি নিজেদের নামে বিক্রি করবে।
তবে নিজস্বভাবে হাই-এন্ডের ডিভাইস তৈরির পরিকল্পনা এখনও রয়েছে। আউটসোর্সিংয়ের ফলে কোম্পানির গবেষণা ও উৎপাদন টিম তাদের প্রিমিয়াম স্মার্টফোনে বেশি নজর দিতে পারবে।
ইতিমধ্যে এলজি তাদের কর্মীদের দায়িত্ব পুন:বিন্যাস করেছে এবং উৎপাদন ও আরঅ্যান্ডডি বিভাগের কিছু কর্মী ছাটাই করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ প্রান্তিক ধরে এলজির মোবাইল কমিউনিকেশন বিভাগে লাভের মুখ দেখছে না। এজন্য প্রতিষ্ঠানটি খরচ কমানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা নিয়েছে এলজি।
ডিবিটেক/বিএমটি