গত মার্চে এইচএমডি গ্লোবাল নোকিয়া ৫.৩ ঘোষণা করে। ইতিমধ্যেই ৫.৪ নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন তথ্যমতে, প্রত্যাশার চেয়ে আরও আগেই উন্মোচিত হতে পারে নতুন স্মার্টফোনটি। খবর জিএমএম এরিনা।
নোকিয়া পাওয়ার ইউজার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগের সংস্করণে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকলেও নতুন ফোনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। আকারে ডিসপ্লেটি হবে ৬.৪ ইঞ্চির।
আগের চেয়ে ভালোমানের চিপসেট ব্যবহারের কথা বলা হলেও ঠিক কোন চিপসেটটি ব্যবহার করা হবে সেটি জানা যায়নি।
সূত্রটি জানিয়েছে, নতুন ফোনটি ৪ গিগাবাইট র্যাম নিয়ে ৬৪ গিগাবাইট ও ১২৮ গিগাবাইট মেমরি সংস্করণে পাওয়া যাবে। থাকতে পারে কোয়াড ক্যামেরা মডিউল।
ডিবিটেক/বিএমটি