চলতি বছরে স্যামসাং প্রায় প্রতিটি রেঞ্জে ফাইভজি ফোনকে রাখার চেষ্টা করেছে। আইএফএ’তে কোম্পানিটির মূল প্রবন্ধে একই কৌশল অবলম্বন করতে দেখা গেছে গ্যালাক্সি এ৪২ ফাইভজি ঘোষণার মাধ্যমে। খবর এনগ্যাজেট।
ডিভাইসটি সম্পর্কে স্যামসাং বিস্তারিত কিছু না বললেও জানা গেছে, ফোনটিতে থাকছে ৬.৬ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং চারটি প্রধান ক্যামেরা।
নতুন ফোনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সচরাচর দেখা যায় না। এর ব্যাকপ্যানেলের অধিকাংশই একাধিক কালারের টেক্সারর্ড সারফেসে ঢেকে দেয়া হয়েছে। অন্যান্য মিড রেঞ্জ ও হাই-এন্ড ডিভাইসের মতোই এতে রয়েছে ওয়াটারড্রপ-স্টাইল নচ।
চলতি বছরের শেষের দিকে ফোনটি উন্মোচিত হতে পারে। আগের এ৫১ ফাইভজি ও এ৭১ ফাইভজির দাম যথাক্রমে ৫০০ ও ৬০০ ডলার হলেও নতুন ডিভাইসটি এর চেয়েও কম দামে পাওয়া যাবে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি