রিয়েলমির যাত্রা খুব বেশি দিনের নয়, ২০১৮ সালের ৪ মে ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়। তবে এই স্বল্প সময়েই দ্রুতবর্ধনশীল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে রিয়েলমি। বর্তমানে শীর্ষ ৭ স্মার্টফোন ব্র্যান্ডে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
এছাড়া ৫৯ দেশে অফিশিয়ালি বাজারজাত করা ফোন ব্র্যান্ডটি ৯টি দেশে শীর্ষ ৫-এ অবস্থান করছে।
বিশ্বব্যাপী বর্তমানে ৪ কোটি রিয়েলমি গ্রাহক রয়েছে। সম্প্রতি মাত্র দুই মিনিটে দেড় লাখ গ্রাহক অর্জন করেছে ব্র্যান্ডটি, এসব গ্রাহক নতুন রিয়েলমি সি১১ কিনেছেন। এর আগে একই সময়ের ব্যবধানে ৭০ হাজার নাজরো ১০ ইউনিট বিক্রি করেছিলো রিয়েলমি।
যাত্রা শুরুর মাত্র এক মাস পরেই অর্থাৎ ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ১০ লাখ সেলফোন বিক্রির রেকর্ড করেছে রিয়েলমি। ২০১৯ সালের আগস্টে এক কোটি ডিভাইস বাজারজাত করে। এরপর চলতি বছরের জানুয়ারিতে আড়াই লাখ এবং মে মাসে ৩৫ মিলিয়নের মাইলফলক অর্জন করে রিয়েলমি।
ডিবিটেক/বিএমটি