শাওমির আবেদন করা নতুন এক প্যাটেন্টে কোম্পানিটির নতুন স্মার্টফোন ফর্ম ফ্যাক্টরে দারুন কিছু আসছে। গত বছরে ফোল্ডিং ফোনের বাজার ফিরে এলেও স্মার্টফোন কোম্পানিগুলো নতুন উদ্ভাবন আনতে থেমে নেই। তারই ধারাবাহিকতায় শাওমির ঐ ফোনে থাকবে রোটেটিং ক্যামেরা বার। খবর জিএসএম এরিনা।
নতুন এই প্রযুক্তির ফলে স্মার্টফোনের শুধুমাত্র উপরের ক্যামেরা নয়, বরং ডিসপ্লের উপরের পুরো অংশই ঘোরানো যাবে। ফলে পিছনের সবগুলো ক্যামেরাকে সামনে ঘুরিয়ে সেলফি তোলা যাবে। সিএনআইপিএ ফাইলিং অনুযায়ী লেটস গো ডিজিটাল প্যাটেন্টটির রেন্ডার প্রকাশ করেছে।
ডিভাইসটিতের উপরের অংশে পাওয়ার এবং ভলিউম কী ডানপাশে থাকছে। আর যে অংশটি ঘুরবে তার নিচেই রয়েছে স্পিকার গ্রিল।
তবে শাওমি ফোল্ডেবল এই ফোন আদৌ বাজারে আনবে কিনা তার নিশ্চয়তা নেই। বিভিন্ন ফোন কোম্পানির অনেক পেটেন্টই এখনও আলোর মুখ দেখেনি। তবে গ্রাহকরা আশা রাখতেই পারে।
ডিবিটেক/বিএমটি