আগামীতে আইফোন ৮ এবং ৮ প্লাস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। নতুন আইফোন এসই দেখানোর পরপরই ওই ফোন দুটির নতুনকোনো ইউনিট উৎপাদন না করার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মার্কিন টেক জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।
তবে শেষ না হওয়া পর্যন্ত খুচরা বিক্রেতাদের কাছে থাকা আইফোন ৮ বিক্রি অব্যাহত থাকবে। (সূত্র: আইএএনএস)
সূত্রমতে, ইতোমধ্যেই অ্যাপল বেশ কিছু দেশের খুচরা অংশীদারদেরকে আইফোন ৮ প্লাস স্টক করার এবং বিক্রি করার অনুমোদন দিয়েছে। অবশ্য এই অনুমতি দেয়া হয়েছে, শুধু আইফোন এসই পৌঁছানোর আগ পর্যন্ত।
গত বুধবার নিজেদের নতুন সাশ্রয়ী আইফোন এসই উন্মোচন করেছে অ্যাপল। আর ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রথম বাজারে এসেছিল আইফোন ৮ এবং ৮ প্লাস।