অবশেষে গুজবই সত্যি হলো। নির্ধারিত দিনেই উন্মোচিত হলো অ্যাপলের নতুন আইফোন এসই। তবে কোনো অনলাইন ইভেন্ট নয়, শুধুমাত্র একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফোনটি উন্মোচন করা হয়েছে। খবর এনগ্যাজেট।
নাম যাই হোক না কেনো আইফোন ৮, অরিজিনাল এসইর চেয়েও এগিয়ে রয়েছে এটি। এতে রয়েছে সর্বাধুনিক চিপসেট ও উন্নত ক্যামেরা। রয়েছে নতুন রঙ।
৪.৭ ইঞ্চির রেটিনা এইচডি ডিসপ্লের এর ফোনে রয়েছে ট্রু টোন এবং ডলবি ভিশন ও এইচডিআর১০ প্লেব্যাক। চারপাশের রয়েছে দীর্ঘ বেজেল। নিচের দিকে রয়েছে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনটিতে আইফোন ১১ সিরিজের মতোই ব্যবহার করা হয়েছে এ১৩ চিপসেট। পিছনে রয়েছে ১২ মেগাপিক্সেল এফ/১.৮ শ্যুটার ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৭ মেগাপিক্সেল ইউনিট। তবে উভয় ক্যামেরাতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যা ছবি ও ভিডিওর মান উন্নত করবে।
১৮ ওয়াট চার্জিং সুবিধাযুক্ত ফোনটি সংস্করণভেদে কেনা যাবে যথাক্রমে ৩৯৯, ৪৪৯ ও ৫৪৯ ডলারে।
ডিবিটেক/বিএমটি