আগামী সপ্তাহে স্যামসাং তাদের গ্যালাক্সি এস১০ এবং নোট ১০ ফোনে নতুন আপডেট প্রকাশ করতে যাচ্ছে। যার মাধ্যমে এই পুরান ফোনগুলোতেও যুক্ত হবে গ্যালাক্সি এস২০ এর ফিচারগুলো। খবর এনগ্যাজেট।
ফিচারগুলো মধ্যে একটি হলো সিঙ্গেল টেক, যার মাধ্যমে একাধিক ক্যামেরা ব্যবহার করে একই সময়ে একাধিক ছবি তুলতে ডিপ লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এআই প্রযুক্তির মাধ্যমে ১০ সেকেন্ডে যতোগুলো সম্ভব ততগুলো ছবি ও ভিডিও তোলে, যার সেরাটি ব্যবহারকারী নির্বাচন করে নিতে পারেন।
এছাড়া ‘বেস্ট’ শ্যুট নির্বাচন করে দিলে স্বয়ংক্রিয়ভাবে কম্পোজিশন ও অন্যান্য এলিমেন্ট বিচার করে সেরা ছবিটি নির্বাচন করবে প্রযুক্তিটি।
এছাড়া এস১০ এর নাইড মোড উন্নত করা হচ্ছে। পাশাপাশি এস১০ এবং নোট ১০ ডিভাইসের নাইট হাইপারল্যাপসও উন্নত করা হচ্ছে। থাকছে ক্যামেরার আরও কিছু ফিচার।
আপডেটে আরও থাকবে ক্লিন ভিউ এবং কুইক ক্রপ সুবিধা। যুক্ত হচ্ছে কুইক শেয়ার, মিউজিক শেয়ার ইত্যাদি সুবিধা।
ডিবিটেক/বিএমটি