পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসর। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে দুই দিন ধরে চলে উৎসব।
উৎসবে বিশ্বের৪১ টি দেশ থেকে সর্বমোট ২০২ টি চলচ্চিত্র জমা পড়ে। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ৩৪টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুপম হরি ও তাসিন আহমেদের মোবাইলফোনে ধারণকৃত চলচ্চিত্র দ্যা কনাউনড্রাম সেরা পুরস্কার লাভ করে।
অপরদিকে ওয়ান মিনিট বিভাগে সেরা হয়েছে ঢাকা উদ্যান সরকারি কলেজের মেহেরুনন্নেসা পরিচালিত ছবি অল উইনার্স।
শেষে দিন শনিবার সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত সমপনীতে উপস্থিত চলচ্চিত্র নির্মাতা কামাল আহমাদ সাইমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।