এইচটিসি তাদের প্রায় সমস্ত শক্তিই ব্যবহার করছে ভিআর হেডসেটের পিছনে, তবে তারা তাদের স্মার্টফোনের কথা ভোলে নাই। কোম্পানির প্রধান ইভেস মৈত্র জানিয়েছেন, এই বছরের যেকোনো সময়ে এইচটিসি তাদের প্রথম ফাইভজি ফোন উন্মোচন করবে। খবর এনগ্যাজেট।
তিনি যদিও ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেননি, তবে ধারণা দিয়েছেন যে প্রথম হাই-এন্ড মডেলটি বাজারে আসবে।
মূলত ২০১৮ সালে ইউ১২ প্লাসের পর এইচটিসি আর কোনো টপ-এন্ড ফোন বাজারে আনেনি, তবে বাজেট এবং বিষয়ভিত্তিক ডিভাইস আনার দিকে নজর দিয়েছে কোম্পানিটি। তবে নতুন এই ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে এইচটিসি হাই-এন্ড বাজারটি ধরতে উদ্যোগ নিচ্ছে।
ডিবিটেক/বিএমটি