গ্যালাক্সি জেড ফ্লিপের অফিশিয়াল উন্মোচনের মাধ্যমে চমক লাগিয়েছে স্যামসাং। দক্ষিণ কোরিয়াতে প্রি-অর্ডার শুরুর মাত্র ৮ ঘন্টার মধ্যেই প্রথম লটে থাকা আনুমানিক প্রায় ৯০০ ইউনিট বিক্রি শেষ হয়েছে। খবর এনগ্যাজেট।
উইকিলিকস কোরিয়া জানিয়েছে, গত মঙ্গলবার ফোনটি উন্মোচনের দিন বেশ কিছু অফলাইন স্টোরে সীমাবদ্ধ প্রি-অর্ডার চালু করা হয়। সকাল সাড়ে ১০টায় প্রি-অর্ডার শুরু হলেও সন্ধ্যায় সেটি বন্ধ হয়ে যায়।
মাত্র ৫ ঘন্টার কিছুটা বেশি সময়ে প্রথম লটের পুরো ইউনিট বিক্রি হয়ে যায়। এরপর মাত্র দুই ঘন্টাতেই মিরর ব্ল্যাক এডিশনও বিক্রি হয়ে যায়। আগামীতে মিরর গোল্ড সংস্করণে ফোনটি আনার ঘোষণা দিয়েছে স্যামসাং।
ডিবিটেক/বিএমটি