হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো ফ্লাগশিপ ফোনের পেছনে থাকছে পাঁচটি ক্যামেরা সেন্সর। পাঁচটি ক্যামেরা সেন্সরের মধ্যে একটি পেরিস্কোপ-ধাঁচের টেলিফটো লেন্স।
স্মার্টফোনের সঠিক তথ্য ও ছবি ফাঁস করায় সেরা পোর্টাল ইভান ব্লাস এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রযুক্তি অনলাইন দ্য ভার্জ।
প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস করা ছবিতে দেখা গেছে সিরামিক বডির পি৪০ প্রো’র পেছনে পেন্টা ক্যামেরার ব্যবস্থা রয়ছে। পেছনে উলম্ব আকারে জুড়ে দেয়া হয়েছে আয়তাকার ক্যামেরা মডিউল। মডিউলে রয়েছে লাইকা ব্র্যান্ডিং।
ছবিতে আরও দেখা গেছে, স্মার্টফোনটির সামনে বসানো হয়েছে নচবিহীন পর্দা। হোল-পাঞ্চ পর্দায় রাখা হয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা। ডিভাইসটির পাশে থাকবে পাওয়ার এবং ভলিউম বাটন। আর নীচের দিকে রাখা হয়েছে ইউএসবি-সি পোর্ট এবং স্পিকার। তবে ফোনটিতে কোনো হেডফোন জ্যাক নেই।