স্যামসাংয়ের পরবর্তী ফোন গ্যালাক্সি এস১০ সম্পর্কে চলতি সপ্তাহে অনেক তথ্যই শোনা গেছে। এবার নতুন ফাঁস হওয়া ছবিতে এর ব্যাক ক্যামেরা সম্পর্কে কিছু ধারনা পাওয়া গেছে। খবর টেকরাডার।
শুধুই তাই নয়, এতে থাকবে ১০০এক্স ডিজিটাল জুম প্রযুক্তি, যা হবে ফোনটির সবচেয়ে সেরা ফিচার। পিছনে থাকবে কোয়াড-লেন্স ক্যামেরা।
১০০এক্স জুম লেন্সের পাশাপাশি থাকবে পেরিস্কোপ ক্যামেরা, যাতে ১০এক্স অপটিক্যাল জুম সুবিধা থাকবে। আর এই জুম সুবিধার ফলে ছবি মানে কোনো পরিবর্তন ছাড়াই জুম করা যাবে। এমনকি ব্যবহারকারী যখন সর্বোচ্চ জুম লেভেলে থাকবে তখন পর্যন্ত অরিজিনাল ডিটেইলস অক্ষুন্ন থাকবে।
আর ডিজিটাল জুমের ক্ষেত্রে সফটওয়্যারের মাধ্যমে ছবি পিক্সেল বাড়িয়ে ছবি বড় করা হয়। এটি অপটিক্যাল জুমের মতো ভালো মনে করা না হলেও কম মেমরির ফোনেও বেশ কার্যকরী।
এসব সবই গুঁজব ও ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে। তবে বাস্তবে কী আসছে সেটি জানতে অপেক্ষা করতে হবে আগামী মাসের ১১ তারিখ পর্যন্ত।
ডিবিটেক/বিএমটি