যদিও গত সেপ্টেম্বরে অ্যাপল তিন ক্যামেরার আইফান ১১ মডেলে উন্মোচন করেছে, তার পরেও ধারণা করা হচ্ছে চলতি বছরে প্রযুক্তি জায়ান্টটি থেকে বেশ কিছু প্রত্যাশা করা যায়। ইতিমধ্যেই আইফোন ১২ সম্পর্কে নানা গুঁজবও শোনা যাচ্ছে। খবর এনগ্যাজেট।
আমরা এখনও নিশ্চিত নই যে নতুন আইফোনের অফিশিয়াল নাম কী হবে, তবে এখন পর্যন্ত বলা সেটি আইফোন ১২ বলা যেতে পারে। এতে থাকবে থ্রিডি ডেপথ-সেন্সিং সম্বলিত ব্যাক ক্যামেরা ও নতুন স্ক্রিন সাইজ।
সবচেয়ে প্রতিযোগিতামূলত ফিচারের মধ্যে থাকছে ফাইভজি কানেক্টিভিটি। ধারণা করা হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরে উন্মোচিত হতে পারে আইফোন ১২, ১২ প্রো এবং ১২ প্রো ম্যাক্স।
সাইজের দিক থেকে ছোট ও বড় আকারের আইফোন আনা হতে পারে। সেটি যথাক্রমে ৫.৪ ইঞ্চি, ৫.৮ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চির হতে পারে।
ডিবিটেক/বিএমটি