উন্মোচনের প্রথম সপ্তাহেই দেশের বাজারে সাড়া ফেলেছে ভিভোর এস১ প্রো স্মার্টফোন। ক্যামেরা প্রযুক্তি ও গেম টার্বো ফিচারের পাশাপাশি তুলনামূলক সাশ্রয়ী দামের কারণে বাজারে ফোনটি বিশেষ নজর কেড়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
এ বিষয়ে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, “নতুন বছরে গ্রাহকের ক্রয়সীমার মধ্যে সেরা ফোন উপহার দিতে চায় ভিভো । গ্রাহকরাও সুযোগটি কাজে লাগিয়েছে। প্রথম সপ্তাহেই দারুন সাড়া পেয়েছি আমরা।’’
তবে প্রথম সপ্তাহে কী পরিমাণ ফোন বিক্রি হয়েছে তা জানায়নি ভিভো কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি দেশের বাজারে এস১ প্রো বিক্রি শুরু করে গ্লোবাল মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এটি ভিভোর এস সিরিজের তৃতীয় ফোন- যাতে উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য যুক্ত করা হয়েছে গেম টার্বো ফিচার। ফোনটির বাজার মূল্য ২৬ হাজার ৯৯০ টাকা। এটি পাওয়া যাচ্ছে জ্যাজি ব্লু এবং মিসটিক ব্ল্যাক রংয়ে।