সদ্য শুরু হওয়া বছরটি হবে ৫জির। এমন পরিস্থিতিতে মধ্য-বাজেটের স্মার্টফোনের ক্যামেরায় বিপ্লব ঘটাতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এরইমধ্যে এ বছরেই ১০ কোটি স্মার্টফোন তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে চীনের জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি অপো। ফ্ল্যাগশিপ স্মার্টফোন বিক্রি বাড়াতেও গুরুত্ব দিয়েছে কোম্পানি।
অপোর প্রোডাক্ট ও মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট সুমিত ওয়ালিয়া জানিয়েছেন, “২০২০ সালে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোগ্রামের অধীনে ভারতে বিক্রি বৃদ্ধিতে নজর দিয়েছেন তারা। ২০২০ সালে মোট ১০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এছাড়া এছাড়াও ৫জি প্রযুক্তিকেও গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে।
তিনি বলেন, “নতুন বছরে গ্রাহকদের গ্রাহকদের আরও প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে অঙ্গীকারবদ্ধ আমরা। এই বছরে ভারতে একাধিক ফ্ল্যাগশিপ ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে।”
সম্প্রতি ভারতে ৩০০-৫০০ মার্কিন ডলার বাজেট সেগমেন্টে দ্বিতীয় জনপ্রিয় ব্রান্ডের তকমা পেয়েছে অপো। এই মুহূর্তে গোটা বিশ্বে কোম্পানির মোট ছয়টি গবেষণা কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি হায়দ্রাবাদে। এছাড়াও বেঙ্গালুরু শহরে নতুন গবেষণা কেন্দ্র শুরুর জন্য লগ্নি করতে পারে চিনের কোম্পানিটি।
প্রসঙ্গত, ভারতে মোট বিক্রি হওয়া স্মার্টফোনের ১১.৮ শতাংশ অপো তৈরি করে।