স্মার্টফোনে ফটোগ্রাফি মানেই যে ব্র্যান্ডের নাম আসে তার মধ্যে অপো অন্যতম। বিশেষ করে এর ১০এক্স হাইব্রিড জুম এবং এক্সপেরিমেন্টাল আন্ডার-স্ক্রিণ ক্যামেরার জন্য বিশেষভাবে সমাদৃত অপো। এবার পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আরও চমক দেখাবে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
এনগ্যাজেটের সাথে অপোর আলাপচারিতায় জানা গেছে, পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন ‘ফাইন্ড এক্স২’ এ দ্রুতগতির এবং অধিক অ্যাকুরেট অটোফোকাসে নজর দেয়া হয়েছে। এজন্য কাস্টোম-মেইড সনি সেন্সর ব্যবহার করা হবে ফোনটিতে।
নতুন এই সুবিধার ফলে সেন্সরটি ছোট অবজেক্টকেও ভালোভাবে সনাক্ত করতে পারবে। কম আলোতেও অধিক পারফরমেন্স দেখাবে সেন্সরটি।
শুধু ক্যামেরা নয়, ফাইন্ড এক্স২ ফোনে ব্যবহার করা হবে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। থাকছে অধিক রেজ্যুলেশন, অধিক রিফ্রেশ রেট, ভালোমানের কালার ডেপ্থ এবং ডায়নামিক রেঞ্জ।
ডিবিটেক/বিএমটি