মোবাইল অপারেটর রবির ই-কমার্স সাইট রবিশপে পাওয়া যাচ্ছে মটোরোলার বাজেট ফোন মটো ই৬ প্লাস। রবিশপ থেকে গ্রাহকরা এক্সক্লুসিভলি মাত্র ১৫ হাজার ৯৯৫ টাকায় ফোনটি কিনতে পারবেন। তবে ফোনটির বর্তমান বাজার মূল্য ১৬ হাজার ৯৯৫ টাকা।
৬.১ ইঞ্চি মাপের ওয়াটার ড্রপ ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে হেলিও পি ২২ (১২ ন্যানো মিটার) অক্টাকোর প্রসেসর। আরও থাকছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম।
বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক (টেলিকম বিজনেস) সাকিব আরাফাত বলেন, ‘কোয়ালিটি, ডিজাইন এবং টেকনোলজির দিক দিয়ে মটোরোলার স্মার্টফোন বাজারে অনেকের চেয়ে এগিয়ে। বাজেট ফোন হিসেবে ইতোমধ্যে মটোরোলা বাজারে সুনাম অর্জন করেছে।’