পূর্ব নির্ধারিত সময় ঠিক থাকলেও বিভিন্ন সমস্যার কারণে সময়মত বাজারে আসেনি। স্যামসাং গ্যালাক্সির ডিসপ্লে ত্রুটি এবং যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধে পিছিয়ে যায় হুয়াওয়ের মেট এক্সের বাজারে আসার সময়। তবে আলোচনার টেবিলে সরব রয়েছে ফোন দুটি। আর সাম্প্রতিক সময়ে তুঙ্গে রয়েছে তিনটি ভিন্ন ডিসপ্লের সুবিধা এবং পাওয়ার ব্যাকআপের জন্য ডাবল ব্যাটারির সুবিধার হুয়াওয়ে মেট এক্স। বেইজিংয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের পরিচালক জেমস ইয়ান বলেছেন, ‘চীনের ৫জি স্মার্টফোনের বাজারে হুয়াওয়ে মেট-২০ এক্স শীর্ষস্থান দখল করে নেবে।’
কী থাকছে হুয়াওয়ে মেট এক্সে:
৫জি প্রযুক্তির এই স্মার্টফোনে হুয়াওয়ের নিজস্ব কিরিন চীপসেট ব্যবহার করা হয়েছে। আর গত মাসে হুয়াওয়ে মেট-২০ এক্স প্রথম ৫জি স্মার্টফোনের স্বীকৃতি পেয়েছে।
ফোনটির ৭.২ ইঞ্চির ঢাউস আকারের পূর্ণ দৈর্ঘ্য পর্দা এবং পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ৫জি সক্ষমতা বৃদ্ধি করতে ‘৫জি ব্যালং ৫০০০ মডেম’ ব্যবহার করা হয়েছে। হেভি ব্রাইজিং এবং গেমারদের চাপ সামলাতে ৬/৮ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবির ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হয়েছে।
সেটটিতে ব্যবহৃতে হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।