এই বছরের প্রথম দিনে ইন্টেলের মডেমে ব্যবসায় কিনে নিয়েছে অ্যাপল। মূলত মডেম তৈরিতে অংশীদার কোম্পানির উপর নির্ভর না করে যাতে নিজেরাই সেটি গবেষণা ও তৈরি করতে পারে সে জন্যই এই উদ্যোগ নেয়া হয়।
অ্যাপলের নিজেদের মডেম তৈরি করার জন্য এখনও অনেক কাজ বাকি। আর তাই সেই কাজগুলো শেষ করে ২০২২ সালের আইফোনে নিজস্ব ফাইভজি মডেম ব্যবহার করবে অ্যাপল। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ফাস্ট কোম্পানি।
অ্যাপলের বর্তমান চিপসেট সরবরাহকারী প্রতিষ্ঠান কোয়ালকম আগামী বছরের আইফোনে ফাইভজি মডেম সরবরাহ করার অঙ্গীকার করেছে। অ্যাপল চায় নিজেদের মডেম তৈরি করতে। যদিও উভয় কোম্পানি লাইসেন্সের জন্য আদালতে লড়ছে।
ইতিমধ্যেই অ্যাপল আরএফ মডেম এবং চিপের বিষয়ে নিজস্ব গবেষণা ও উন্নয়ন টিম কাজে লাগিয়ে দিয়েছে। আর সেটি কোয়ালকমের প্রধান কার্যালয় যেখানে অবস্থিত সেই সান ডিয়োগো শহরেই।
ডিবিটেক/বিএমটি