চলতি মাসেই গ্যালাক্সি নোট ১০ সিরিজের সাশ্রয়ী সংস্করণ গ্যালাক্সি নোট ১০ প্লাস লাইট বাজারে ছাড়ছে স্যামসাং। অ্যাপলের আইফোন ১১ এবং ওয়ান প্লাস ৭টি-কে দামে টেক্কা দিয়ে এই ফোনটি বাজারে আনছে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি কোম্পানি। জানাগেছে, গ্যালাক্সি নোট ১০ লাইটের দাম ৯০০ ডলারের কম হবে।
স্যামসাংয়ের ফোনের তথ্য নিয়ে সংবাদ পরিবেশনকারী পোর্টাল স্যামমোবাইল জানিয়েছে, গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোন আনার আগেই নোট ১০ লাইট বাজারে আনবে স্যামসাং।
তবে গ্যালাক্সি নোট ১০ প্লাস ও নোট ১০ এর চেয়ে কোন কোন স্পেকে কম শক্তিশালী হবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে নোট ১০ লাইটে কম শক্তির ব্যাটারি ও ক্যামেরা দেওয়া হবে। প্রসেসরও হতে পারে কম শক্তিশালী।
তবে লাল ও কালো রঙের এই ফোনটিতে এস পেন থাকবে যথারীতি। সবার আগে অবমুক্ত করা হবে ইউরোপের বাজারে।