সদ্য অবমুক্ত হওয়া অপো এ৬০ স্মার্টফোন কিনে লাখপতি হলেন রাজধানীর ফার্মগেট এলাকার মোহাম্মদ ইউনূস। ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’- এর ভাগ্যবান বিজেতা হিসেবে তাকে এক লাখ টাকার চেক দেওয়া হয়ছে বলে সোমবার জানিয়েছে বৈশ্বিক স্মার্টফোন উদ্ভাবনী প্রতিষ্ঠান অপো বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৮ মে, ২০২৪, থেকে ১৪ মে, ২০২৪, পর্যন্ত চলা ফোনটির প্রি-অর্ডার ক্যাম্পেইনে বহু সংখ্যক গ্রাহক অংশ নেয়। লটারির মাধ্যমে নির্বাচিত করে এই ক্যাম্পেইনের বিজয়ীকে এক লাখ টাকার পুরস্কার প্রদান করা হয়েছে।
অপো এ৬০ ফোনে রয়েছে বিশেষ ‘স্প্ল্যাশ টাচ’ ফিচার, যা ভেজা হাতে ব্যবহারের সময়ও ফোনের ব্যবহারকারীকে দেয় সঠিক রেসপন্সের নিশ্চয়তা। টাচ আইসি’র সঙ্গে অপো’র সমন্বয়ের মাধ্যমে অপো এ৬০-এর ফিচারটিকে টাচ চিপের সঙ্গে সুন্দরভাবে যুক্ত করা হয়েছে। ফলে বর্ষায় কিংবা অনাকাঙ্ক্ষিত পানির ছিঁটে-ফোঁটা থাকলেও ফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন।
নতুন উন্মোচিত অপো এ৬০ ডিভাইসের ১৬জিবি*+২৫৬ জিবি ভ্যারিয়েন্টে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা এর পারফরম্যান্সের দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা প্রদান করে। ফোনটির সাবলীল নেভিগেশন এবং অনেক অ্যাপের একসঙ্গে ব্যবহারে সক্ষমতা চার বছরেরও বেশি সময়ের জন্য ব্যবহারকারীদের দেবে ‘নতুন ফোন ব্যবহারের অনুভূতি’।