অ্যাপল তাদের আইফোন সরবরাহকারীদেরকে আইফোন ১১ মডেল তৈরির পরিমান প্রায় ১০ শতাংশ বাড়ানোর কথা বলেছে। প্রত্যাশার চেয়ে চাহিদা বেড়ে যাওয়ার এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে নিক্কেই এশিয়ান রিউিউ।
ফলে প্রায় ৮ মিলিয়ন ইউনিট নতুন আইফোন তৈরি করা হচ্ছে। এর আগে অ্যাপল তাদের ফোন তৈরিতে অর্ডার করার ক্ষেত্রে কিছুটা রক্ষণশীল ভূমিকা পালন করেছে, যা গত বছরের আইফোনের তুলনায়ও কম ছিলো।
নতুন কার্যাদেশের ফলে আইফোন ১১ সিরিজের মোট সংখ্যা গতবারের তুলনায় অনেক বেশি হয়ে গেছে।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে নিক্কেই জানিয়েছে, সাম্প্রতিক কার্যাদেশে অ্যাপল কমদামি মডেল যেমন আইফোন ১১ এবং আইফোন ১১ প্রো মডেলের গুরুত্ব দিয়েছে। আর দামি মডেল আইফোন ১১ প্রো ম্যাক্সের অর্ডার কিছুটা কমানো হয়েছে, যার দাম শুরু হয়েছে ১০৯৯ ডলার থেকে।
ডিবিটেক/বিএমটি