রিয়েলমি’র স্মার্টফোন কিনে লটারিতে ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ হিসেবে লাখপতি হলেন সামির। সাথে বিনামূল্যে পেয়েছেন রিয়েলমি’র স্মার্টফোন। সামির ছাড়াও লটারির মাধ্যমে আরও ২০ জন্য ভাগ্যবান অংশগ্রহণকারীকে পেয়েছেন রিয়েলমি’র সি-সিরিজ মডেলের স্মার্টফোন। স্মার্টফোনের মডেলগুলো হলো- সি ৫৫, সি ৫৩, সি ৫১, সি ৩০ ও সি৩০এস।
সোমবার রিয়েলমি বাংলাদেশের পক্ষ থেকে এই পুরস্কার দেয়া হয়। তবে বিজয়ী সামির এবং অপর বিজয়ীদের নাম ও পরিচয় প্রকাশ করেনি চীনা এই স্মার্টফোন ব্র্যান্ডটি। একইসঙ্গে কবে কোথায় বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হয়েছে তাও উল্লেখ করা হয়নি।
গণমাধ্যমে পাঠানো বার্তায় রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এলেন চেন বলেন, “রিয়েলমি এমন একটি টেক ব্র্যান্ড হতে চায়, যা তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের টেক-চাহিদা আরো ভালোভাবে বুঝে তা পূরণ করতে সক্ষম। ক্রিকেট ও বাংলাদেশি তরুণদের মধ্যে এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে উপলব্ধি করে রিয়েলমি। তাই এর ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনের লক্ষ্য হলো, তরুণদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষা তৈরি করা। আমি ১ লাখ টাকা বিজয়ী এবং ২০ জন স্মার্টফোন বিজয়ীকে এ ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে চাই। তাদের এ উদ্যমী অংশগ্রহণ তাদের শুধু প্রাপ্য স্বীকৃতিই দেয়নি বরং অন্যান্য তরুণদের জন্য অপ্রতিরোধ্য সুযোগও তৈরি করেছে।”
লাখ টাকার ভাগ্যবান বিজয়ী সামির বলেন, “রিয়েলমি’র ‘চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনে ১ লাখ টাকা পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত। ক্রিকেটের প্রতি তরুণ প্রজন্মের আবেগকে রিয়েলমি যেভাবে তুলে এনেছে, তা দেখে আমি অভিভূত। এ উদ্যোগ রিয়েলমিকে শুধু একটি স্মার্টফোন ব্র্যান্ডই নয়, বরং আরও বিশেষ কিছু হিসেবে উপস্থাপন করেছে। তরুণ স্মার্টফোনপ্রেমীদের উদ্ভাবনী ও ট্রেন্ডি স্মার্টফোন সরবরাহ করার ওপর রিয়েলমি যেভাবে গুরুত্ব দেয়, তা অন্যান্য ব্র্যান্ড থেকে তাদের বাস্তবিক অর্থে আলাদা করে তোলে। এ ক্যাম্পেইন রিয়েলমি’র প্রতিশ্রুতির একটি প্রমাণ, যা তরুণদের প্রাণবন্ত চেতনার সঙ্গে মিলিত হয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে।”