গত ১২ সেপ্টেম্বর ধুমধামের সাথে আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে অ্যাপলের নতুন স্মার্টফোন ‘আইফোন ১৫’ সিরিজ। বর্তমানে নতুন আইফোন আনুষ্ঠানিকভাবে কেনার জন্য বাজারে উন্মুক্ত হয়েছে। এটি নিয়ে আইফোনপ্রেমীদের উৎসাহের শেষ নেই। তারই প্রতিফলন দেখা যাচ্ছে বিক্রিতেও। সারা বিশ্বে অ্যাপল স্টোরের বাইরে ক্রেতাদের ভীড়ের ছবি এবং ভিডিও ক্রেতাদের ব্যাপক আগ্রহের দিকটি তুলে ধরেছে।
শোনা যাচ্ছে, টপ-এন্ড আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলটির সবচেয়ে বেশি চাহিদা থাকার কারণে সাপ্লাই চেইনে ঘাটতি দেখা দিতে শুরু করেছে।
অ্যাপল ইনসাইডারের একটি রিপোর্টে বলা হয়েছে, নতুন আইফোনগুলোকে নিয়ে ক্রেতাদের মনে যথেষ্ট উন্মাদনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েডবুশের বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত প্রধান ফোকাসটি রয়েছে প্রো মডেল অর্থাৎ আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলগুলোর ওপর। রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর ঘাটতি পুরো সাপ্লাই চেইন জুড়ে তৈরি হতে শুরু করেছে।
বিনিয়োগ সংস্থাটি আরও বলছে, আইফোন ১৫ প্রো ম্যাক্স সবচেয়ে বেশি সফল মডেল। আগের বিভিন্ন রিপোর্টও নির্দেশ করেছিলো যে, আইফোন ১৫ প্রো ম্যাক্স হবে সবচেয়ে জনপ্রিয় আইফোন। সেই সব বক্তব্যগুলো উন্মোচনের আগে সামনে এসেছিলো। তবে এখন দেখে মনে করা হচ্ছে আইফোন ১৫ প্রো ম্যাক্স বেশিরভাগ গ্রাহকদের পছন্দের তালিকায় রয়েছে।
ডিবিটেক/বিএমটি