নিজস্ব ব্র্যান্ডের বৈদ্যুতিক যানবাহনের সাথে ব্যবহার উপযোগী স্মার্টফোন উন্মোচন করেছে চীনা কোম্পানি ‘নিও’।এর মাধ্যমে চীনা কোনো কোম্পানি এই প্রথম গাড়ির জন্য ‘বিশেষ ফোন’ তৈরি করলো। এর নাম ‘নিও ফোন’।
এতে রয়েছে ফোনে কমান্ড দেওয়ার মাধ্যমে গাড়ির লক খোলা ও পার্কিংয়ের মতো ৩০ ধরনের ইভি গাড়ি বান্ধব সুবিধা। বৃহস্পতিবার চীনা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারকদের কার প্রযুক্তি দিবস-এর প্রদর্শনীতে দেখানো হয় ফোনটি।
এই ফোনের তিন মডেলের দাম ধরা হয়েছে ৮৯০ থেকে ১০৩০ ডলার। ফোনটি ২৮ সেপ্টেম্বর থেকে বাজারে এলেও আপাতত কেবল চীনে বিক্রি হবে এগুলো। বিশ্বের সবচেয়ে বড় ইভি বাজার চীনের সামগ্রিক গাড়ি বিক্রি খাতে এক তৃতীয়াংশের বেশি ভূমিকা রাখছে বৈদ্যুতিক গাড়ি।
নিও’র সিইও উইলিয়াম লি বলেন, এই ফোনে গাড়ির জন্য বিশেষ সুবিধা রয়েছে ৩০টির বেশি। আর ‘কানেকটিভিটি’তে বড় পরিবর্তন আনবে এটি। আমার বিশ্বাস, বিভিন্ন প্রতিদ্বন্দ্বী কোম্পানি আমাদের এই স্মার্টফোন উদ্ভাবন থেকে শিখবে ও আমরা তাদেরকে স্বাগত জানাই।”
নিও’র যাত্রাকে স্বাগত জানিয়ে সাংহাই ভিত্তিক প্রাইভেট ইক্যুইটি ফার্ম ইউনিটি অ্যাসেট ম্যানেজমেন্টের অংশীদার কাও হুয়া বলেছেন, “চীনের তরুণরা আর ইভিকে কেবল যানবাহন হিসাবে বিবেচনা করে না, তারা চায় যে সেগুলি স্মার্টফোনের মতো কাজ করুক”। এআই এবং রোবটিক গাড়ি খাতে বিনেয়াগ করছে তার প্রতিষ্ঠানটি।
এদিকে, চীনা স্মার্টফোন বিক্রেতা শাওমি প্রথম স্মার্ট ইভি উৎপাদনে লক্ষ্যে গত মাসে চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থার কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করছে। ধারণা করা হচ্ছে আগামী বছরের প্রথম দিকেই সেটি বাজারে ছাড়বে।