এই বছর থেকেই গুগল তাদের পিক্সেল স্মার্টফোন তৈরি চীনের পরিবর্তে ভিয়েতনামে স্থানান্তর করছে। দক্ষিণপূর্ব এশিয়ায় সহজলভ্য সাপ্লাই চেইন তৈরি করার ধারাবাহিকতায় এই উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।
নিক্কেই বিজনেস ডেইলির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চলমান যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধসহ ক্রমেই চীনের শ্রমবাজার ব্যয়বহুল হয়ে ওঠার কারণে গুগল এই সিদ্ধান্তে এসেছে।
পিক্সেল ফোনের পাশাপাশি এটির স্মার্ট স্পিকার গুগল হোমসহ অধিকাংশ হার্ডওয়্যার নির্মানে খরচ কমানোর চেষ্টা চালাচ্ছে গুগল। এই বছরেই ৮ থেকে ১০ মিলিয়ন স্মার্টফোন সরবরাহের পরিকল্পনা রয়েছে ইন্টারনেট জায়ান্টটির। স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধিতে ভিয়েতনামকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।
এ বিষয়ে গুগলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
ডিবিটেক/বিএমটি