চলতি বছরের এপ্রিল থেকে জুন তথা দ্বিতীয় প্রান্তিকে ৮৪ লাখ স্মার্টওয়াচ বিক্রি করেছে অ্যাপল। বাজারে ২৬.৪ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে প্রযুক্তি জায়ান্টটি। গত বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৭৯ লাখ ইউনিট।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টওয়াচ বিক্রি হয়েছে ২৮ লাখ ইউনিট। বাজারে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্টটির শেয়ার ছিল ৮.৯ শতাংশ। ২০২১ সালের একই সময়ে স্মার্টওয়াচ বিক্রি হয়েছে ১৮ লাখ ইউনিট। ফলে স্যামসাংয়ের প্রবৃদ্ধি হয়েছে ৫৮ শতাংশ। সেখানে অ্যাপলের প্রবৃদ্ধি ৬ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়েকে হটিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্যামসাং। স্মার্টফোন খাতের মতোই দুই প্রযুক্তি জায়ান্টের হাড্ডাহাড্ডি লড়াই স্মার্টওয়াচের ক্ষেত্রেও দেখা যাচ্ছে।
হুয়াওয়ে দ্বিতীয় প্রান্তিকে ২৬ লাখ স্মার্টওয়াচ বিক্রি করেছে। গত বছরের একই প্রান্তিকের চেয়ে বিক্রি ১৪ শতাংশ বাড়লেও হিস্যা ৯ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।
২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ৩ কোটি ১৭ লাখ ইউনিট স্মার্টওয়াচ বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ের ২ কোটি ৫৪ লাখের চেয়ে যা ২৫ শতাংশ বেড়েছে।
ডিবিটেক/বিএমটি