অক্টোবরে আয়োজিত ‘কানেক্ট’ সম্মেলনে আসছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার নতুন ভিআর হেডসেট। মার্কিন প্রকাশনা ব্লুমবার্গের খবর অনুযায়ী এই হেডসেটের নাম হতে পারে ‘মেটা কোয়েস্ট প্রো’।
জনপ্রিয় ‘জো রোগান এক্সপিরিয়েন্স’ পডকাস্টে নতুন ভিআর হেডসেটের খবরটি নিশ্চিত করেছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ।
তিনি বলেছেন, ‘ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর)’ প্রযুক্তি ব্যবহার করে মানুষের অভিব্যক্তির সংযোগ ঘটানোই নতুন এই হেডসেটের মূল বৈশিষ্ট্য। এতে আছে ব্যবহারকারীর চেহারার অভিব্যক্তি ধারণ করার সক্ষমতা ও একে নিজের ভার্চুয়াল অ্যাভাটারে দেখানো। ভিআর-এ গুরুত্ব দেয়া হয়েছে চোখের মাধ্যমে যোগাযোগ ঘটানোর বিষয়টিকে।
তারা ভাষায়, “আপনি যখন ভিডিও কলে থাকেন, আপনি আসলে ওই ব্যক্তির সঙ্গে থাকার অনুভুতি পান না। আমার কাছে ভার্চুয়াল রিয়ালিটির সুবিধাটি হচ্ছে, এটি আপনার মস্তিষ্ককে বিশ্বাস করায় যে আপনি সেখানেই আছেন।”
এই সব ফিচার মিলে যাচ্ছে আগের ফাঁস হওয়া তথ্য এবং ‘প্রোজেক্ট ক্যামব্রিয়া’ নামে ভিআর হেডসেট প্রকল্পের সঙ্গে। গত বছরের কানেক্ট সম্মেলনে এই প্রকল্প নিয়ে খানিকটা আভাস দিয়েছিলেন জাকারবার্গ।
প্রোজেক্ট ক্যামব্রিয়া, মেটা কোয়েস্ট প্রো অথবা যে নামেই ডাকা হোক না কেন, এটি যে একটি দামী ডিভাইস হিসেবে বাজারে আসবে ওই বিষয়টি মোটামুটি নিশ্চিত বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা।
জুলাইয়ের শেষে মেটা ঘোষণা দিয়েছিল, প্রাথমিক কনফিগারেশন থাকা ‘কোয়েস্ট ২’ হেডসেটের (১২৮ জিবি স্টোরেজ) দাম ২৯৯ ডলার থেকে বেড়ে ৩৯৯ ডলার ও এর চেয়ে তুলনামূলক দামী ২৫৬ জিবি স্টোরেজ থাকা মডেলের দাম ৩৯৯ ডলার থেকে বেড়ে দাড়াবে ৪৯৯ ডলারে।